সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কুবিতে মশাল পদযাত্রা
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১০:২৪ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২১, ১০:২৪ PM
সম্প্রতি বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মশাল পদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল পদযাত্রা শুরু করে তা শহীদ মিনারে এসে শেষ হয়।
পদযাত্রা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, সাংস্কৃতিক শহর কুমিল্লায় এ ধরনের দাঙ্গা হবে এটা মেনে নেওয়া যায় না। ধর্মীয় অজ্ঞতার কারনেই এসব ঘটনা ঘটেছে। ধর্মীয় উগ্রতাই এর মূল কারণ।
তিনি আরো বলেন কুমিল্লায় যে ঘটনা ঘটেছে এটা রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িয়ে তাদের দ্রুত খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সোহরাব উদ্দিন সৌরভ বলেন, সাম্প্রদায়িক সাম্যের দেশ বাংলা। দীর্ঘদিন নানা শাসক এসে এ দেশ শাসন করেছে। কিন্তু কখনই এদেশে ধর্মের সহিংসতা হয়নি। এর পিছনে ব্যক্তি স্বার্থ জড়িত, রাজনৈতিক স্বার্থ জড়িত। এই অসাম্প্রদায়িক দেশে যারা সহিংসতা করেছে আমরা এর নিন্দা জানাই। আমরা যেন একজন আরেকজনের সহায়ক হই। একে অপরের জন্য হুমকি না হই।
এ সময় থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অর্ক গোস্বামী বলেন, যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব এদেশে সাম্প্রদায়িক সহিংসতা অনেক আগ থেকেই চলে আসছে। আমরা এমন বিশ্ব চাই না যেখানে হিন্দুরা মন্দিয়ে নিরাপদ নয় এবং মুসলমানরা মসজিদে নিরাপদ নায়। আমরা এমন একটা বিশ্ব চাই যেখানে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলবে।
তিনি আরও বলেন, এই সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না এগুলো নিয়মিতই হচ্ছে। তাই আমাদের দায়িত্ব আমাদের আশেপাশের মানুষের পাশে দাঁড়ানো।
এছাড়াও বক্তারা বিভিন্ন সহিংসতায় জড়িত সকলের শাস্তি দাবি করেন।