৩১ অক্টোবর ২০২১, ০৯:৪৩

বেরোবির হল খুলছে ২ নভেম্বর, সশরীরে ক্লাস শুরু ১১ নভেম্বর

বেরোবিতে হল খুলছে ২ নভেম্বর  © টিডিসি ফাইল ফটো

করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ২ নভেম্বর খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ওই দিন খুলে দেওয়া হবে সব আবাসিক হল। এর পর আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে সশরীরে ক্লাস।

শনিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডেকেটের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।

তিনি বলেন, আগামী ২ নভেম্বর (মঙ্গলবার) থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। ১১ নভেম্বর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। যদি কোনও শিক্ষক চান, তবে তিনি অনলাইনেও ক্লাস নিতে পারবেন।

তিনি আরও বলেন, আবাসিক হল খুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের কিছু শর্তের মাধ্যমে শিক্ষার্থীরা হলে উঠতে পারেব। সেক্ষেত্রে বৈধ শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী অন্তত এক ডোজ টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে হলে উঠতে হবে। শিক্ষার্থীদের টিকা গ্রহণের সনদ কর্তৃপক্ষকে দেখাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামালসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।