কুবিতে সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর, হল খুলছে আগামীকাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস শুরু হচ্ছে আগামী ২ নভেম্বর থেকে। আর শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে হল খুলে দেওয়া হবে আগামীকাল ২৭ অক্টোবর থেকে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮১তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

রেজিস্ট্রার বলেন, সিন্ডিকেট সভায় আগামী ২ নভেম্বর হতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আর হলসমূহ ২৭ অক্টোবর হতে খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সশরীরে ক্লাস কার্যক্রম শুরু নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ২৭ অক্টোবর থেকে হল খোলা ও ২৮ অক্টোবর অথবা ২ নভেম্বর থেকে ক্লাস শুরু করার সুপারিশ করা হয়।

গত বছরের মার্চ থেকে করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে তিন দফায় সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ সশরীরে শুরু হওয়া পরীক্ষা এখনো চলমান রয়েছে।


সর্বশেষ সংবাদ