‘কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক যেন মৃত্যু ফাঁদ’
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৭:১৪ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২১, ০৭:১৪ PM
কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র মৈত্রী। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।
এসময় ‘কুষ্টিয়া থেকে ঝিনাইদহ রাস্তার, কবে হবে সুব্যবস্থা’ ‘রাস্তা যেন মৃত্যুকূপ, পিছু ছোটে মৃত্যু দূত’ ‘রাস্তা যেন জলপথ, ঠিক কর সবার দাবি’ ‘জনদূর্ভোগ দূর করতে, রাস্তার সংস্কার চাই’ ইত্যাদি ফেস্টুন হাতে মানববন্ধন করতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয় শখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মুতাছিম বিল্লাহ পাপ্পুর সঞ্চালনায় মানববন্ধনে শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, দফতর সম্পাদক আশিকুর রহমান, সাবেক সভাপতি আখতার হেসেন আজাদসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ বলেন, পত্রিকা খুললেই কুষ্টিয়া থেকে এ ঝিনাইদহ রাস্তার দূর্ঘনটার খবর পাওয়া যায়। এই রাস্তার দূর্ঘটনার কবলে পড়ে মায়ের কোল খালি হচ্ছে প্রতিনিয়তই। মা তার সন্তান হারাচ্ছে। এটি মহাসড়ক নয় যেন মৃত্যুর ফাঁদ। বাসে গেলে সামনে পিছনে কুয়াশার মতো শুধু ধূলা দেখা যায়। এই রাস্তার দ্রুত সংস্কার করা দাবি ছাত্র মৈত্রী নেতৃবৃন্দের।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ বলেন, এই রাস্তা সংস্কারের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সাধারণ জনগণের। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে থাকে। তাদেরকে বাসে করে ক্যাম্পাসে আসতে প্রতিদিন কষ্ট পোহাতে হয়।
তিনি বলেন, এই দুই জেলার সংশ্লিষ্ট ব্যাক্তিদের কাছে ছাত্র মৈত্রীর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও যদি সংস্কার না হয় তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে অনির্দিষ্ট কালের জন্য মহাসড়ক অবরোধ করা হবে।