১৯ অক্টোবর ২০২১, ২০:২০

ক্যাম্পাসেই এনআইডির আবেদন করতে পারবে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসেই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবে।
মঙ্গলবার (১৯ অক্টাবর) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী মো.ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন/ভোটার নিবন্ধন করার জন্য (www.nidw.gov.bd) নিবন্ধন ফরম যথাযথভাবে পূরণ করে কপি ডাউনলোড করে অনলাইন জন্মসনদ, শিক্ষা সনদ, পিতা/মাতার এনআইডি কপি, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপির সত্যায়িত কপি সঙ্গে নিয়ে আগামী ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় অডিটোরিয়াম (রেজিষ্ট্রেশন কেন্দ্রে) আসতে বলা হয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে যে সকল শিক্ষার্থী নিবন্ধন ফরম ২ পূরণ করেছেন কিন্তু বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারেননি তারাও জাতীয় পত্র নিবন্ধন/ভোটার নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের ও উল্লেখিত কাগজপত্রাদি সঙ্গে নিয়ে আসতে হবে।