১৭ অক্টোবর ২০২১, ২১:৩১

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইবিতে উপস্থিতি ৯৫ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইবিতে উপস্থিতি ৯৫ শতাংশ  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) বেলা ১২টা থেকে ১ট পর্যন্ত সাতটি ভবনে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় ৯৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসনে ভূঁইয়া, ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘সুষ্ঠুভাবে গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত কোন সমস্যার বিষয়ে অবহিত হয়নি।’

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৭০৮৫ জন শিক্ষার্থীর আসন বিন্যাস হয়। এদের মধ্যে ৬ হাজার ৭৪২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যেখানে উপস্থিত মোট শিক্ষার্থীর ৯৫.৫ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত থাকে ৩৪৩ জন শিক্ষার্থী।

আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিট (মানবিক) ও ‘সি’ (ব্যবসায়) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন ইউনিটে মোট ১৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।