বেরোবির ইইই বিভাগের নতুন প্রধান ফেরদৌস রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক মো. ফেরদৌস রহমান। রোববার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ সনের ২৯ নং আইনের ধারা ২৮(৩) অনুসারে আগামী ৩ বছরের জন্য তাকে এই নিয়োগ প্রদান করা হয়।
বিভাগীয় প্রধানের দায়িত্ব পাওয়ার পর বিভাগটির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন নতুন বিভাগীয় প্রধান ফেরদৌস রহমানকে।
আর তাকে এই দায়িত্ব দেয়ায় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বলেন, উপাচার্যকে ধন্যবাদ জানাই। আমার দায়িত্ব পালনকালে কীভাবে এই বিভাগকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা যায় সেই চেষ্টা করবো। এজন্য সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর সহযোগিতা চেয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব সামলেছেন সহকারী অধ্যাপক ফেরদৌস রহমান। ন্যানো টেকনোলজি ডিভাইস এবং সোলার সেল নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার ৩০টিরও বেশি গবেষণা আর্টিকেল প্রকাশ পেয়েছে৷