ফুল হাতে হলে ঢুকলেন ইবির শিক্ষার্থীরা
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৩:১৭ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২১, ০৩:১৭ PM
দীর্ঘ ১৮ মাস পর আবার আবাসিক হলে ফিরেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আর আগত শিক্ষার্থীদের ফুল, বিস্কুট ও চকলেট দিয়ে বরণ করে নিয়েছে হল কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মানতে দেয়া হয়েছে মাস্ক ও স্যানিটাইজারও।
শনিবার (৯ অক্টোবর) সকাল থেকেই হল খোলা উপলক্ষে ক্যাম্পাসে ভীড় করতে শুরু করেন শিক্ষার্থীরা। প্রতিটি হলের সামনে সকাল ১০টার আগে থেকেই শিক্ষার্থীদের ভিড় জমে যায়। কয়েকটি আবাসিক হলে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা লাইন ধরে হলে ঢুকছেন। ভ্যানে করে সাথে নিয়ে আসছেন বই, তোষকসহ অন্যান্য জিনিসপত্র।
শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র আছে কি না, তা যাচাই করে দেখে হলে ঢুকতে দেয়া হচ্ছে। সাথে মাপা হচ্ছে সবার শরীরের তাপমাত্রা।
সরেজমিনে দেখা যায়, কয়েকটি হলে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। হলের দেয়ালগুলো চুনকাম ছাড়াও প্রয়োজনীয় সংস্কার কাজ চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলগুলোতে গণরুম বন্ধ রেখেছে। এছাড়া কয়েকটি হলে আইসলোশনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে শিক্ষার্থদের হলে ফেরা তদারকি করতে কয়েকটি হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম। এ সময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া।
হল ঘুরে দেখে উপাচার্য বলেন, আজ আমার বাগানটা পরিপূর্ণ হল। এতদিন ফুল ছাড়া ছাড়া বাগান ছিল। আমি অনুরোধ করবো শিক্ষার্থীরা যেন নিজ দায়িত্বে স্বাস্থাবিধি মেনে চলে।