জাককানইবি ‘গ্রীন ভয়েস’ এর আহবায়ক কমিটি গঠন
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ০৯:১৩ AM , আপডেট: ০৮ অক্টোবর ২০২১, ০৯:৩০ AM
পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্ৰীন ভয়েস’ এর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সংগঠনটির প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির ঘোষণা আসে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগের শিক্ষার্থী নাফিজ আহমেদ এবং সদস্য সচিব হয়েছেন সঙ্গীত বিভাগের শিক্ষার্থী পারিকা মোস্তফা পুণ্য।
এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ বেপারী এবং নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী তানজির।
২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ন-আহ্বায়ক হয়েছেন মোট ৬ জন। এরা হলেন- সজীব মিয়া, বিজয়া সুমি, মাসুদ রানা আদেল, ফাহাদ বিন সাঈদ, জান্নাতুল মাওয়া এবং ফারজানা আক্তার।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন আরো ১১ জন শিক্ষার্থী।
প্রকৃতি, পরিবেশ ও জীবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে ‘যুবকরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ স্লোগানে ২০০৫ সালের ১৮ এপ্রিল যাত্রা শুরু করে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’। পরিবেশ সচেতনতার পাশাপাশি সংগঠনটি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের জন্যও প্রশংসিত। সংগঠনটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবিরের হাত ধরে দিন দিন শিক্ষার্থী ও যুবসমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।