জবিতে সশরীরে চূড়ান্ত পরীক্ষা শুরু
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০১:৩০ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২১, ০১:৩০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত হওয়া বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা সশরীরে নেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষার্থীরা সশরীরে পরীক্ষায় বসে।
পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় তিনি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা চলাকালীন সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
পরীক্ষার হল পরিদর্শনের সময় অন্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এবং প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।