১৭ মাস পর খুলল ইবির কেন্দ্রীয় গ্রন্থাগার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার   © টিডিসি ফটো

দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থীদের পরীক্ষা চলমান কেবলমাত্র তারাই অফিস চলাকালীন সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পড়াশুনার জন্য কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহার করতে পারবে। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।

কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম আব্দুল লতিফ বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে লাইব্রেরি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা আজকে সকালেই নির্দেশনা পেয়েছি। শিক্ষার্থীদের জন্য জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল এক জরুরি সিন্ডিকেট সভায় ৯ অক্টোবর আবাসিক হল এবং ২০ অক্টোবর সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ