০৪ অক্টোবর ২০২১, ১৯:৩৭

৯ অক্টোবর খুলছে ইবির হল, ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস

ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চলতি মাসের ৯ তারিখ খুলবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হল। সশরীরে ক্লাস শুরু হবে ২০ অক্টোবর।

সোমবার (৪অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমাম।

তিনি বলেন, আবাসিক সকল বর্ষের শিক্ষার্থী হলে উঠতে পারবেন। হলগুলোতে থাকবে না গণরুম। আগামী ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস চলবে। অত্যন্ত এক ডোজ টিকা পাওয়া সকল শিক্ষার্থী হলে উঠতে পারবেন। যেসব শিক্ষার্থী এক ডোজও টিকা নিতে পারেনি তাদেরকে বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়ার ব্যাবস্থা করা হবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সীদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধাসমূহও চালু করা হবে।

এর আগে সকাল ১১টায় আবাসিক হলগুলো খোলা ও ক্লাস যথারীতি চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের ১২১তম (জরুরি) সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ভিসি হলগুলো পরিদর্শন করেন।

সভায় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সিন্ডিকেট সদস্যরা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।