০৩ অক্টোবর ২০২১, ১০:৪৭

অক্টোবরেই হল খোলার আশা ঢাকা কলেজ অধ্যক্ষের

আই কে সেলিম উল্লাহ খোন্দকার  © টিডিসি ফটো

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেছেন, ‘স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ঢাকা কলেজের ছাত্রাবাস খোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ৷ ছাত্রাবাস গুলোতে সংস্কার কাজ চলছে ৷ শীঘ্রই শেষ হবে৷ চলতি অক্টোবর মাসের মধ্যেই ছাত্রাবাস খোলার ব্যাপারে আমি আশাবাদী।’ স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খুলে দেয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মূলত ছাত্রবাস না খুলে আবারও স্নাতক শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ৷ প্রকাশিত সময়সূচী অনুযায়ী আগামী সোমবার (৪ অক্টোবর) থেকে অধিভুক্ত এসব কলেজের তৃতীয় বর্ষের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হতে যাচ্ছে৷ এছাড়াও ২ অক্টোবর থেকে শুরু হয়েছে প্রথম বর্ষের সশরীরে চূড়ান্ত পরীক্ষা। তবে পরীক্ষা চললেও ছাত্রাবাস বন্ধ থাকায় বিপাকে পড়েছে ঢাকা কলেজ ও ইডেন কলেজের অনেক শিক্ষার্থী ৷

তারা বলছেন, করোনার কারনে দীর্ঘদিন বাড়িতে অবস্থান করে এখন ঢাকায় এসে মেস ভাড়া করা বেশ কষ্টসাধ্য ৷ তাছাড়া মেস ভাড়া করে থাকার সামর্থ্যও অনেকের নেই৷ এমন পরিস্থিতিতে শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেয়ার দাবি সাধারণ শিক্ষার্থীরা ৷

শিক্ষার্থীরা বলছেন, ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য গত ৩০ সেপ্টেম্বর থেকে ছাত্রাবাস খুলে দেয়া হয়েছে ৷ হলে যেহেতু উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা থাকছে সেহেতু আনার্সের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সিটে শুধু পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে থাকতে পারবে৷

যদিও ইতোমধ্যেই পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি স্নাতকের শিক্ষার্থীদের জন্যও ছাত্রাবাস খুলে দিয়েছে কর্তৃপক্ষ৷

ছাত্রাবাস না খোলায় বিপাকে পড়া ঢাকা কলেজের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, পরীক্ষা শুরু হবে আগামীকাল। অথচ এখনও থাকার জায়গা নির্ধারণ করতে পারিনি। বন্ধুর সাথে তার মেনে অবস্থান করছি। ঢাকায় মেস ভাড়া করার সামর্থ্যও আমার নেই৷ কোথায় থেকে পরীক্ষা দিব বা পরীক্ষায় অংশ নিতে পারবো কিনা ভেবে পাচ্ছি না৷ আমাদের হল যদি পরীক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয় আমাদের অনেক উপকার হয়৷ প্রশাসন যদি মানবিক দৃষ্টিকোন থেকে আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করে অনেক তবে ভালো হয়।

ভোগান্তির কথা জানান ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সিরাজুম মুনিরা। বলেন, বেগম বদরুন্নেসা মহিলা কলেজের পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ছাত্রাবাস খুলে দিয়েছে। আমাদের প্রশাসন চাইলেও উদ্যোগটি নিতে পারত। অনেক শিক্ষার্থীরই ঢাকায় নতুন করে বাসা ভাড়া দিয়ে নতুন বাসা নেয়ার সামর্থ্য নেই। অন্তত এসব আবাসিক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ছাত্রাবাস যেন খুলে দেয়া হয়।

তবে শীঘ্রই পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ইডেন মহিলা কলেজের ছাত্রাবাস খুলে দেয়া হবে কিনা জানতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি৷

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের ২১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সাত কলেজের আবাসিক ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়।