৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৫

হল খোলার দাবিতে ভিসির বাসভবনের সামনে ইবি শিক্ষার্থীদের অবস্থান

আবাসিক হল খোলার দাবিতে ভিসির বাসভবনের সমানে অবস্থান কর্মসূচী   © টিডিসি ফটো

আবাসিক হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে এ অবস্থান কর্মসূচী শুরু করেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচীতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে পিয়াস পান্ডে, আলি আরমান রকি, রায়হান বাদশাহ রিপন বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়ার ঘোষণা দিচ্ছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারছেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে প্রহসন করছে। ক্যাম্পাসের আশেপাশের মেস মালিকদের কাছে শিক্ষার্থীরা জিম্মি। তাদের কাছে থেকে ডাবল ভাড়া আদায়সহ ভাড়া দিতে না চাইলে বেধে পেটানোর হুমকি দেওয়া হচ্ছে।

শিক্ষার্থী পিয়াস পান্ডে বলেন, অক্টোবরের চার তারিখের মধ্যে হল না খুললে মেসে থাকা শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বে। কারণ প্রত্যেক মাসের মেস ভাড়া পাঁচ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়৷ এখন যদি অক্টোবরের মাঝামাঝি হল খোলে তাহলে মেস ছেড়ে দিতে হলে গুনতে হবে বাড়তি টাকা। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত হল খোলার দাবি জানাই।

পরে বেলা পাঁচটায় আন্দোলকারীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা আগামী এক সপ্তাহের মধ্যেই আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানান। প্রক্টর বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলে ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা।

এ সময় প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেনে বলেন, আমি উপাচার্য স্যারকে দাবিগুলো জানাবো। আগামী ৪ অক্টোবর একাডেমিক কমিটির মিটিং আছে। সেখানে হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা হবে।