৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৩

দায়িত্ব নিয়েছে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নতুন কমিটি

অভিষেক অনুষ্ঠানে ঢাকা কলেজ শিক্ষকবৃন্দ  © টিডিসি ফটো

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নব নির্বাচিত কমিটি। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এ দ্বায়িত্ব বুঝে নেন।

অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য নতুন এ কমিটিকে বরণ করে নেন কলেজের শিক্ষকবৃন্দ।

গত ১৩ সেপ্টেম্বর (সোমবার) দিনব্যাপী নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে ঢাকা কলেজ শিক্ষক পরিষদে।

নির্বাচনে সাত পদে মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবাইদুল করিমকে নির্বাচিত করেছেন শিক্ষকরা।

সম্পাদকীয় পদের মধ্যে সেবা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহমুদুল হাসান।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন ও রসায়ন বিভাগের প্রভাষক আসলাম হোসেন নির্বাচিত হয়েছেন।  

ঢাকা কলেজ শিক্ষক পরিষদে পদা‌ধিকার ব‌লে নির্বাচন ছাড়াই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পর্যায়ক্রমে সভাপ‌তি ও সহসভাপ‌তির দায়িত্ব পালন করেন।

মোট ৯ জ‌নের এই প‌রিষদ কলেজের শিক্ষক‌দের বি‌ভিন্ন স্বার্থ সং‌শ্লিষ্ট বিষ‌য়ে কাজ ক‌রেন।

শিক্ষক পরিষদের নবনির্বাচিত সম্পাদক আব্দুল কুদ্দুস সিকদার বলেন, এই নির্বাচনে আমি দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমার সহকর্মীরা আমার প্রতি আস্থা রেখেছেন। আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যানে কাজ করব। এছাড়াও শুধু ঢাকা কলেজে নয় বরং সাত কলেজের সমস্যার সমাধানেও এই পরিষদ করবে বলেও জানান তিনি।

শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে বিজয়ী এই কমিটি শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা থাকবে এই নতুন কমিটি শিক্ষক এবং শিক্ষার্থীদের কল্যাণে সমানতালে কাজ করবে। করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষায় মনোনিবেশ করানো অত্যন্ত চ্যালেঞ্জ এর কাজ। আমরা চাই এই পরিষদের মাধ্যমে চ্যালেঞ্জ বাস্তবায়ন হোক।