অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত না করা পর্যন্ত অনশন করার ঘোষণা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আমরণ অনশন পালনরত শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার না করা পর্যন্ত এই অনশন চলবে। অনশনরতদের মধ্যে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে দুজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে এখানেই স্যালাইন দেওয়া হয়েছিল।
সার্বিক বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ বলেন, অভিযুক্ত শিক্ষককে ইতোমধ্যে ৩টি গুরুত্বপূর্ণ পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবু শিক্ষার্থীরা তার শিক্ষক পদ থেকেও পদত্যাগ চাইছে। আমি তাদের বোঝানোর চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আজ আবার সব শিক্ষককে নিয়ে তাদের ক্লাসে ফেরার জন্য বোঝাব। যেহেতু তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেহেতু তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।