জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
ধুপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দক্ষিণ সিটি কর্পোরেশনের খোড়াখুড়ি বন্ধ ও নতুন ক্যাম্পাসে যাওয়া পর্যন্ত মাঠ রক্ষার দাবিতে মানবন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৯ সেপ্টবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানবন্ধনে উপস্থিত জবির ফুটবল টিমের খেলোয়াড় ও ১৩তম ব্যাচের শিক্ষার্থী গাজি মোহাম্মদ শামসুল বলেন, নতুন ক্যাম্পাসে না যাওয়া পর্যন্ত আমরা এই মাঠ চাই, যদি খেলাধুলার জন্য এই মাঠ না থাকে তাহলে শিক্ষার্থীরা মাদকের দিকে ঝুকবে।
উপস্থিত আরেক শিক্ষার্থী ফয়সাল বলেন, আগে পরে আমাদের হল বেদখল হয়েছে আমরা চাই না আমাদের মাঠ ও হলের মত বেদখল হয়ে যাক, আমরা আমাদের খেলাধুলার জন্য মাঠ চাই।
উল্লেখ্য, ধুপখোলা কেন্দ্রীয় মাঠে মার্কেট নির্মাণের লক্ষ্যে গত রবিবার থেকে খোড়াখুড়ি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
আরো পড়ুন: জবি কর্মচারীকে রাতভর আটকে রাখার অভিযোগ ডিএসসিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে