২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১০

একইদিনে চবি ও সাত কলেজের ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

একইদিনে চবি ও সাত কলেজের ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ একইদিন হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেনীতে ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনেক শিক্ষার্থীই রয়েছে যারা এই দুই বিশ্ববিদ্যালয়েই ভর্তির আবেদন করেছে। এমন অবস্থায়, বিপাকে পড়েছে ভর্তি ফরম পূরণকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা৷

তথ্যমতে, আগামী ৩০ অক্টোবর ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আবার ৩০ ও ৩১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে৷

ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করেও ভর্তি পরীক্ষায় যে কোন একটিতে অংশ নিতে হবে শিক্ষার্থীদের। তাই যে কোন একটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি সাধারণ শিক্ষার্থীদের।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দুটি বিশ্ববিদ্যালয়েই ফরম পূরণকারী রফিকুল আহসান নামের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারটি ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ হওয়ায় দুটি জায়গায় ভর্তি ফরম পূরণ করেছি এবং ফি প্রদান করেছি। আমার মত এরকম অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা দুটি বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করেছেন। এখন একই দিনে যদি দুটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রশাসনের প্রতি অনুরোধ যেন আমাদের কথা বিবেচনা করে যেকোন একটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক এর সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার আশ্বাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আমি বিষয়টি দেখছি ৷ পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলে সময় মত বিষয়টি নিয়ে জানানো হবে৷