ইডেন কলেজের হল খোলার সিদ্ধান্ত চলতি সপ্তাহে
চলতি সপ্তাহেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ইডেন মহিলা কলেজের হল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য। রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা এখন আমাদের আবাসিক ছাত্রীদের টিকার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। কি পরিমাণ শিক্ষার্থী আসলে ভ্যাকসিনের আওতায় আসছে সে তথ্য এখনো আমাদের কাছে আসেনি। আমরা শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করে চলতি সপ্তাহে আলোচনা করে সিদ্ধান্ত নেবো- আসলে কবে হল খোলা যায়।
এদিকে, ইডেন কলেজের হল বন্ধ থাকলেও খুলছে ঢাকা কলেজ ও বদরুন্নেসা কলেজের হল। অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য বলেন, আমরা তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আসলে হল আজ হোক কাল হোক খুলে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও ৫ তারিখে খোলার কথা জানিয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উচ্চমাধ্যমিকের একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর থেকে খুলছে ঢাকা কলেজের আবাসিক হল। ওইদিন বিকাল ৩টা থেকেই শিক্ষার্থীরা তাদের জন্য বরদ্দকৃত সিটে উঠতে পারবে।
একইসঙ্গে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হল আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। কলেজটির অধ্যক্ষ সাবিকুন নাহার গণমাধ্যমকে বলেন, আমরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে নির্দেশনা পেয়েছি। মাউশির নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু ও কোভিডের যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই আমরা হল খুলবো।