উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা কলেজের হল
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৩ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৩ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উচ্চমাধ্যমিকের একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর থেকে খুলছে ঢাকা কলেজের আবাসিক হল। ঐদিন বিকাল ৩টা থেকেই শিক্ষার্থীরা তাদের জন্য বরদ্দকৃত সিটে উঠতে পারবে৷
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ও উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷
এতে বলা হয়, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের কলেজ আইডি কার্ডের ফটোকপি এবং আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ ফলাফলের সার্টিফিকেট স্ব-স্ব ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের কাছে জমা দিতে হবে৷ ২৮ সেপ্টেম্বর শিক্ষার্থীদের নির্ধারিত কক্ষে সিট বরাদ্দ দেয়া হবে ৷
এছাড়াও একাদশ শ্রেণির আবেদনকৃত ছাত্রদের সিট বরদদ্দের ফলাফল ও ছাত্রাবাসে আবেদনের নিয়মাবলী আগামী ২ সেপ্টেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে ৷ ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবরের মধ্যে সিট বরাদ্দকৃত ছাত্রদের সিটরেন্ট ও আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ ফলাফল ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের কাছে জমা দিতে হবে৷ ৭ অক্টোবর এসব শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেয়া হবে এবং ৮ অক্টোবর বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করতে পারবে ৷
তবে হলে অবস্থান কালে শিক্ষার্থীদেরকে অবশ্যই মাউশি অধিদপ্তর থেকে জারিকৃত ‘কোভিড-১৯ ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হোস্টেল খোলা ও পরিচালনা সংক্রান্ত নির্দেশনা’ কঠোর ভাবে মেনে চলতে হবে বলে জানানো হয়।
এছাড়াও করোনা পরিস্থিতি খারাপ হলে অথবা করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক হল বন্ধের সিদ্ধান্ত হলে আবার ছাত্ররা হল ত্যাগ করতে বাধ্য থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।