১৬ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭

চট্টগ্রাম কলেজের প্রভাষক হামিদ হলেন মেননের পিএস

সংসদ সদস্য রাশেদ খান মেনন (বায়ে) ও আবদুল হামিদ  © ফাইল ফটো

সংসদ সদস্য রাশেদ খান মেননের একান্ত সচিব (পিএস) হিসেবে নিযুক্ত হয়েছেন চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবদুল হামিদ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের (এপিডি অনুবিভাগ) অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সাক্ষরিত আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবদুল হামিদকে জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেননের একান্ত সচিব হিসেবে নিয়োগ করা হলো।