এনআইডিবিহীন শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের তথ্য চেয়েছে জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)  © লোগো

কোভিড-১৯ টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য চেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কর্তৃপক্ষ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের যথাযথ তথ্যপ্রদান করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গত ১৩ সেপ্টেম্বরের প্রদত্ত ছক অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের নির্দিষ্ট লিংকে গিয়ে জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রদান করতে বলা হয়েছে। লিংকে প্রবেশ করে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর, নাম, বিভাগ, লিঙ্গ, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিতে হবে।

লিংকটি পেতে এখানে ক্লিক করুন। 


সর্বশেষ সংবাদ