জবি নীলদলের ‘চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল সম্পাদিত মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে দুপুর দুই টায় এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
নীলদল কর্তৃক আয়োজিত সরাসরি ও ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক ড. অরুন কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মো. আশরাফ-উল-আলম।
উল্লেখ্য, নীলদলের সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামালের স্বাগত বক্তব্যে ও দপ্তর সম্পাদক কাজী ফারুক হোসেনের সঞ্চালনায় পরিচালিত এ অনুষ্ঠানে শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।