কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে দিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়
শর্ত সাপেক্ষে বিভিন্ন সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্যে কেন্দ্রীয় গ্রন্থাগার ও ফটোকপি সার্ভিস খুলে দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রশাসন।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) শেখ মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, নিম্নলিখিত শর্ত সাপেক্ষে সীমিত আকারে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ ও ফটোকপি সার্ভিস খােলা থাকবে।
শর্তসমূহ-
০১. সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে গ্রন্থাগারে প্রবেশ করতে হবে, ০২. মাস্ক পড়া ছাড়া কোন শিক্ষার্থী গ্রন্থাগার পাঠকক্ষে প্রবেশ করতে পারবে না, ০৩. মাস্কবিহীন কোন শিক্ষার্থীকে গ্রন্থাগার সার্ভিস প্রদান করা হবে না, ০৪. পাঠকক্ষে দূরত্ব বজায় রেখে বসতে হবে, ০৫. গ্রন্থাগারের পাঠকক্ষে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে, সকলকে পাঠকক্ষে প্রবেশের সাথে সাথেই হ্যান্ড স্যানিটাইজ করতে হবে।
নোটিশে আরও বলা হয়, গ্রন্থাগার পাঠকক্ষ সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে করােনা পরিস্থিতির উপর বিবেচনা করে কর্তৃপক্ষের অফিস আদেশের প্রেক্ষিতে সময়ে সময়ে পরিবর্তন হতে পারে।