কাল থেকে কুবিতে সশরীরে পরীক্ষা, থাকছে বিধিনিষেধ
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল (৯ সেপ্টেম্বর) থেকে সশরীরে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন বিভিন্ন ব্যাচের মোট ৮টি সেমিস্টারর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেয়ার বিষয়ে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।
এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনাগুলো জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে সবার মাস্ক পরে আসার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এছাড়াও প্রত্যেক ভবনে প্রবেশের আগে সাবান পানি দিয়ে হাত ধোয়া, হলরুমে পরীক্ষার আগে হ্যান্ড স্যানিটাইজ করা ও পরীক্ষা শেষে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন অযথা আড্ডা এবং গণজমায়েত না করে, সে নির্দেশনাও দেওয়া হয়।
কেন্দ্রীয় পরীক্ষা কমিটির আহবায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমিনুল ইসলাম আকন্দ বলেন, আমাদের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগেও আমরা পরীক্ষা নিয়েছি। সেকারণে প্রস্তুতির বিষয়টি আমাদের কাছে সহজ। সবাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট অগ্রাধিকারের ভিত্তিতে শুধু স্নাতকোত্তরের পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে ৩১ আগস্ট স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।