ববি শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ আলম, সম্পাদক জ্যোতির্ময় বিশ্বাস
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রভাত হালদার বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এর আগে ২২ আগস্ট ২০২১, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়ন যাচাই বাছাই করে গত ৩১ আগস্ট, ২০২১ তারিখে নির্বাচন উপলক্ষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের মোট পনেরোটি পদেই একক বৈধ প্রার্থী রয়েছে। ফলে ভোটের আয়োজন করার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাওয়া যায়নি।
এমতবস্থায় নির্বাচন কমিশন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ (২) (খ) (৭) এবং অনুচ্ছেদ ৭ (২) (খ) (৯) অনুসারে নির্বাচন কমিশন (সূত্র: ববিশিস/নিক/২০২১/০৬) বিজয়ী প্রকাশ করেন।
এছাড়াও সহ-সভাপতি পদে ড. তারেক মাহমুদ আবীর, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল, সহকারী অধ্যাপক, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ; কোষাধ্যক্ষ পদে রিফাত মাহমুদ, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা হাবিব জিসান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুমনা রাণী সাহা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদাউস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সানবিন ইসলাম এবং প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুল ইসলাম।