কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়টির স্থগিত থাকা পরীক্ষাগুলো আজ বুধবার (১ সেপ্টেম্বর) থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয়টির তিনটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষার আয়োজনের ফলে আমরাও খুশি। পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরাও খুশি।

তিনি বলেন, প্রথম দিনে তিন বিভাগের স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে পরীক্ষা চলবে।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান ও সেকশন অফিসার মাহমুদুল আহসান লিমনসহ অন্যরা।

সশরীরে পরীক্ষা দিতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীরাও। তারা জানান, সশরীরে পরীক্ষার ধারা চলমান থাকুক।


সর্বশেষ সংবাদ