৩১ আগস্ট ২০২১, ১৭:২২

জবিতে অনলাইন পরীক্ষার নীতিমালা পাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত পাশ হয়েছে। এর মধ্যে যদি ক্যাম্পাস খুলে দেওয়া হয় তাহলে সশরীরে পরীক্ষা নেয়া হবে। আর ক্যাম্পাস না খুললে অনলাইনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য শিক্ষার্থীদের  ৪ সপ্তাহ আগে তারিখ জানানো হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিকেল ৪টায়  এসব কথা জানান তিনি।

এছাড়াও সভা শেষে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল  বলেন, আমরা অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্যই নীতিমালা পাশ করে রেখেছি ৷ যেহেতু আমাদের শিক্ষা মন্ত্রী জানিয়েছেন ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান  খুলে দেওয়া হবে। তখন আমরা সশরীরেই পরীক্ষা নিতে পারবো। এ জন্য আমরা পরীক্ষার তারিখ আগে থেকেই ঘোষণা করছি না। যদি পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ এর দিকে যায় আর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি পায় তখন আমরা অনলাইনেই পরীক্ষা নিবো। এ জন্য আমরা এখন নীতিমালা পাশ করে রেখেছি।