২৯ আগস্ট ২০২১, ১৩:৩৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল বুধবার

শিক্ষার্থী  © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির ফল আগামী বুধবার (১ সেপ্টেম্বর) অথবা বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ইতোমধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। ফলাফলে কোনো ত্রুটি আছে কিনা সেটি চেক করার কাজ চলছে। এটি শেষ হলেই ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তি কমিটির এক সদস্য জানান, আমাদের ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন ফল পুনরায় চেক করা হচ্ছে। আশা করছি আগামী বুধবার (১ সেপ্টেম্বর) ফল প্রকাশ করা হবে। তবে কোনো কারণে সেদিন রেজাল্ট প্রকাশ করা না গেলে পরেরদিন বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। প্রথমে আবেদনের সময় ১৪ আগস্ট বলা হলেও পরে সেটি বৃদ্ধি করে ১৮ আগস্ট করা হয়। ১৯ আগস্ট পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন ফি জমা দিতে পেরেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা রয়েছে।