২৬ আগস্ট ২০২১, ২৩:১৫

হাল্ট প্রাইজ প্রতিযোগিতার প্রোগ্রাম পার্টনার জাককানইবির ৬ উদ্যোক্তা

হাল্ট প্রাইজ জাককানইবি টিম  © ফাইল ছবি

প্রথমবারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অন ক্যাম্পাস প্রোগ্রাম পার্টনার এবং স্পন্সর হিসেবে সহযোগিতা করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ছয়জন উদ্যোক্তা। হাল্ট প্রাইজ জাককানইবি টিম তথ্যটি নিশ্চিত করে।

প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে 'Chil-পুরুষ' এবং পাওয়ার্ড বাই 'আঁরশিলতা'। এছাড়াও কো-স্পন্সর হিসেবে রয়েছে FriDay Gadgetz, মটকা আঁচ, তৈয়ার এবং এঙ্কর। সবগুলো প্রতিষ্ঠানই বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত।

হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর আবু হাইসাম হিমেল বলেন, প্রথমবারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় জাককানইবি শিক্ষার্থীদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান পার্টনার হিসেবে সহযোগিতা করছে। তাদের মাধ্যমে অন্যরাও উৎসাহিত হচ্ছে, এভাবেই তরুণ প্রজন্মের হাত ধরে সমাজ পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি।