ইবিতে অনলাইন পরীক্ষা শুরু, উপস্থিত শতভাগ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৬:৪৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২১, ০৬:৪৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনলাইনে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে অনলাইন পরীক্ষার এ কার্যক্রম শুরু হয়।
বুধবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা কমিটির সভাপতি ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং সহযোগী অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস। তিনি জানান, ব্যাখ্যামূলক প্রশ্নের পরীক্ষা ১১টায় শুরু হয়ে ১২টায় শেষ হয়।
অধ্যাপক সুধাংশু বলেন, এরপর ৪টা থেকে ভাইভা শুরু হয়ে ৬টার দিকে শেষ হয়। ব্যাংখ্যামূলক প্রশ্নের জন্য ৩০ নাম্বার এবং ভাইভার জন্য ৪০ নাম্বারসহ মোট ৭০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতভাগ।
বিভাগ সূত্রে জানা যায়, পরীক্ষার আগে শিক্ষকরা অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপে অনলাইন পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ। হাতে-কলমে প্রশিক্ষণ পান ওই বিভাগের শিক্ষার্থীরা। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশ্ন প্যাটার্ন, পরীক্ষার রুলস রেগুলেশন এবং কীভাবে পরীক্ষা হবে সেই বিষয়ে ধারণা দেয়া হয়।
অনলাইন পরীক্ষা কার্যক্রম সম্পর্কে অধ্যাপক সুধাংশু বলেন, যেহেতু আমাদের বিভাগ প্রথম পরীক্ষা শুরু করছে; এজন্য আমরা সঠিকভাবে নিয়ম মেনে পরীক্ষা নেয়ার চেষ্টা করেছি। আমরা আশাবাদী শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। অনলাইন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে আমাদের বিভাগের সভাপতিসহ সবাই সহযোগীতা করেছে।
প্রসঙ্গত, করোনা মহামারিতে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে, বন্ধের মধ্যেও একাডেমিক কার্যক্রম চালু ছিল। গত ১৭ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় অনলাইনে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।