ইবির ৭৪ ছাত্রীর ছবি দিয়ে আপত্তিকর স্ট্যাটাস
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের বর্ষের ৭৪ জন ছাত্রীর ছবি দিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ আগস্ট) আনুমানিক রাত সাড়ে দশটার দিকে ইংরেজিতে 'ক্রাশ অ্যান্ড কনফেশন, ইসলামিক ইউনিভার্সিটি, বাংলাদেশ' পেজ থেকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়।
স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। পোস্টের কমেন্টের স্থলে শিক্ষার্থীরা পেজের অ্যাডমিনের প্রতি আক্রমনাত্মক কমেন্ট করতে থাকেন। পরবর্তীতে রাত সাড়ে এগারটার দিকে পেজ থেকে স্ট্যাটাসটি সরিয়ে ফেলেন পেজের অ্যাডমিন। এমনকি পেজটিকেও আর খুঁজে পাওয়া যায়নি।
তবে ততক্ষণে সামাজিক মাধ্যমে ওই ছাত্রীদের বন্ধু-বান্ধব, বিভাগের সিনিয়র-জুনিয়র, শিক্ষকসহ অনেকে স্ট্যাটাসটি দেখেছেন বলে অভিযোগ ভুক্তভোগী ছাত্রীদের। যারফলে ভুক্তভোগী ছাত্রীরা চরম বিব্রতকর অবস্থায় পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক ছাত্রী বলেন, ' স্ট্যাটাসটি আপডেট হওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতে পাই। পরপরই বন্ধুবান্ধবীদের কাছ থেকে ফোন পেয়ে অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়ি। কত বিকৃত মস্তিষ্ক থাকলে বিশ্ববিদ্যালয়ে পড়ে জঘন্য এ কাজ করতে পারে! বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি, দ্রুত এ পেজের অ্যাডমিনকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, 'বিষয়টি খুবই দুঃখজনক। অত্যন্ত গর্হিত কাজ এটি। পেজের অ্যাডমিনকে বের করার জন্য আইসিটি সেলের সঙ্গে এটা নিয়ে বসবো। প্রয়োজনে ইবি থানার ওসির সহায়তা নেবো। '