১৬ আগস্ট ২০২১, ১৯:১৩

জবিতে শিগগির শুরু হচ্ছে টিকা নিবন্ধনের দ্বিতীয় প্রক্রিয়া

জবি ক্যাম্পাস  © ফাইল ফটো

এনআইডি (জাতীয় পরিচয় পত্র) কার্ড না থাকা এবং নতুন করে এনআইডি কার্ড পাওয়ার পরেও করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে না পারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য শিগগির শুরু হচ্ছে টিকা নিবন্ধনের দ্বিতীয় প্রক্রিয়া।

আজ সোমবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণের পরিচালক ড. মোহাম্মদ আব্দুল বাকি মুঠোফোনে এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা দ্রুত কাজ করে যাচ্ছি। আজকে ফাইলটা উপাচার্য স্যারের নিকট দিয়েছি। উপাচার্য স্যার অনুমোদন দিলে দুই একদিনের মধ্যেই দ্বিতীয় নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা দ্রুতই দ্বিতীয় প্রক্রিয়া নিবন্ধনের কার্যক্রম শুরু করছি এতে যারা নতুন করে এনআইডি পেয়েছে তারা এবং পূর্বে যারা বিশ্ববিদ্যালয় থেকে নিবন্ধন করেনি তারাও আবেদন করতে পারবে।

জানা যায়, শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায়  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  (জবি) শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য নিবন্ধনের তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনলাইনে শিক্ষার্থীরা ভ্যাকসিনের জন্য জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং বিশ্ববিদ্যালয়ের আইডি নাম্বার, বিভাগের তথ্য দিয়ে প্রাথমিক নিবন্ধন করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থীই জাতীয় পরিচয়পত্র না থাকায় তথ্য দিতে পারেনি।