শুধু খুনিদের নয়, বঙ্গবন্ধু হত্যার দায়ভার আমাদেরও: কুবি উপাচার্য
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১০:৩৯ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২১, ১০:৩৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকাল ১১টায় শোক র্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে র্যালি শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে এ জাতি যে পাপ করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হত্যাকাণ্ডের বিচার করে জাতিকে সে পাপ থেকে কিছুটা কলঙ্ক মুক্ত করতে পেরেছেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের আজকের এই দিনে আমরা অকৃতজ্ঞ বাঙালি আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছি। এই হত্যার দায়ভার শুধু কয়েকজন খুনির নয়, আমাদের প্রত্যেকেরই। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল।
এসময় ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর জীবনী পড়লে জানা যায়, সেই ছোটবেলা থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ বাংলাদেশ সৃষ্টির জন্য ইতিহাস রচনা করেছেন। তিনি ছিলেন অবিসংবাদিত নেতা যাঁর একক নেতৃত্বে ৭ কোটি বাঙালি জনতা একত্রিত হয়ে পশ্চিম পাকিস্তানের হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীব। এদিকে বঙ্গবন্ধু ভাষ্কর্যে পুষ্পার্ঘ অর্পণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এছাড়াও দিবসটি উদ্যাপন উপলক্ষে সূর্যোদয়ের সময় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, একাডেমিক ভবন ও ডরমেটরিতে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কুরআন খতম এবং বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।