বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা কলেজের শ্রদ্ধা নিবেদন
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা কলেজ। রোববার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার, উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহকারি অধ্যাপক ও হল তত্ত্বাবধায়কগণ।
শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে ঢাকা কলেজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাই শিক্ষার্থী ও কিশোরদের বঙ্গবন্ধু সম্পর্কে আরও জানতে হবে। তাঁর লিখিত বই পাঠ করার মাধ্যমে স্বপ্নকে বাস্তবায়ন করতে এগিয়ে আসতে হবে।
এছাড়াও শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কথা একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন। তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং এসডিজি বাস্তবায়নে বাংলাদশ এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে।
এর আগে শোক দিবসের সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ ও সূর্যোদয়ের সাথে সাথে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
এছাড়াও জাতীয় শোক দিবস-২০২১ উদযাপনে দুপুর ১ঃ৩০ মিনিটে ঢাকা কলেজের জামে মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে।