জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা কলেজের বিভিন্ন কর্মসূচী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইতিহাস ঐতিহ্যের বিদ্যাপিঠ ঢাকা কলেজে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিগুলো হলো-
১. সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ।
২. সকাল ০৯ঃ০০ টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
৩. দুপুর ১ঃ৩০ মিনিটে ঢাকা কলেজের জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
৪. শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল প্রতিযোগিতা -
ক. কুইজ প্রতিযোগিতা।
খ. কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
গ. রচনা প্রতিযোগিতা।
শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়। এছাড়াও, জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল রবিবার (১৫ আগস্ট) ঢাকা কলেজের সকল অনলাইন কার্যক্রম স্থগিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।