জাককানইবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালন
তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তর্জাতিক যুব দিবস-২০২১ উদযাপন করেছে উইমেন পিস ক্যাফে।
বুধবার ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তে তারুণ্য আজ’ শীর্ষক ভার্চুয়াল বিতর্কের মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় ‘ইয়ুথঃ কোপিং উইথ দ্য চেঞ্জ’ শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনার।
অনুষ্ঠানে তিনটি পিস ক্যাফে তৈরিকৃত তথ্যচিত্র তুলে ধরেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের কমিউনিকেশন্স অফিসার মো. ওয়াহিদুল ইসলাম।
জাককানইবির শিক্ষক ও উইমেন পিস ক্যাফের প্রধান উপদেষ্টা মো. অলি উল্লাহ তার বক্তব্যে নীতি নির্ধারণের বাইরেও সৃজনশীল কাজের তৎপরতা এবং তাদের কাজের প্রশংসা করেন। সেইসাথে তরুণদের স্বাস্থ্যর প্রতি বিশেষ নজর দেওয়ার অনুরোধ করেন। এছাড়াও তরুণদের এসব কর্মকান্ড এবং আইডিয়া নীতি নির্ধারনী পর্যায়ে ব্যক্তি-কর্তাদের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি।