স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নিতে চায় ঢাকা কলেজ
করোনা মহামারীর সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা কলেজের একাডেমিক কাউন্সিল।
আজ শুক্রবার (১৩ আগস্ট) সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন৷ তবে করোনা পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবহিত করে ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই পরীক্ষা শুরু বিষয়ে চিন্তা করা হবে জানান তিনি৷
কাউন্সিলে উপস্থিত ঢাকা কলেজ শিক্ষক পরিষদ ও সেভেন কলেজ টিচার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা একমত৷ কিভাবে স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা নেয়া যায় এ বিষয়ে কর্ম পরিকল্পনা হচ্ছে৷ অনলাইন ক্লাস চলমান থাকবে৷ পরীক্ষার আগে কোন বর্ষের শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাসের প্রয়োজন হলে স্ব-স্ব বিভাগ অনালইনে প্রয়োজনীয় সংখ্যক ক্লাসের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি৷ এছাড়াও একাডেমিক কাউন্সিলে ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি নিয়ে অধ্যক্ষকে অবহিত করা হয়৷
কলেজ ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ তৈরি ও কলেজের টেনিস গ্রাউন্ড সংস্কারের বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হয়৷ এছাড়া প্রস্তুতি হিসেবে ছাত্রাবাসগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হলের তত্ত্বাবধায়কগণকে নির্দেশ দেয়া হয়েছে৷
এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, বিভিন্ন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক, বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও এতে উপস্থিত ছিলেন৷