আজ থেকেই চলছে জবির বাস
সরকার ঘোষিত বিধিনিষেধ ও লকডাউন শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বুধবার থেকে চালু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাস সার্ভিস। যাতায়াতের সুবিধার জন্য সকল রুটে কার্যদিবসগুলোতে এই বাস সার্ভিস চালু থাকবে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্ আল মাসুদ।
এদিন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর স্বাস্থ্যবিধি মেনে সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য সকল রুটে চলাচল করা যানবাহন বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাত্রা শুরুর স্থান থেকে ছেড়ে সকাল ৮টায় জবি ক্যাম্পাসে পৌঁছাবে এবং নিজ নিজ রুটে বিকাল ৪টায় ক্যাম্পাস থেকে যাত্রা শুরুর স্থানের উদ্দেশে ছেড়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল জানিয়েছে, শিক্ষকদের রুটে সাতটি এসি মিনিবাস ও একটি বড় বাস চলবে। কর্মকর্তাদের রুটে তিনটি বড় বাস ও একটি ননএসি মাইক্রোবাস চলবে।
পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্ আল মাসুদ বলেন, ‘শুধু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাস চলবে। প্রতিটি রুটে একাধিক বাস থাকলেও একটি করে বাস চলবে। প্রয়োজন অনুসারে আমরা সপ্তাহে বাস চলাচলের দিন কমিয়ে আনব।’