বঙ্গমাতার আদর্শ আমাদের অনুপ্রেরণা যোগাবে: শিক্ষামন্ত্রী
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ০৯:০৪ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২১, ০৯:০৪ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার নেপথ্যে ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আয়োজিত ওয়েবিনারে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অত্যন্ত সাদাসিধে জীবনের অধিকারী ছিলেন বঙ্গমাতা। ঘর-সংসার, রাজনীতি সব এক হাতে সামলেছেন। বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। তাই সময় এসেছে বঙ্গমাতার আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার।
ববির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অনুষ্ঠিত এ ওয়েবিনারে সভাপতিত্ব করেন উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এতে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান।
এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।