০৭ আগস্ট ২০২১, ২০:৩৬

অনলাইনে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি  © ফাইল ছবি

দেশে চলমান করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইওটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর অনলাইনে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ করেন। ইনভিজিলেটররা তাদের নিজ নিজ প্যানেল থেকে পরীক্ষা তদারক করেন।

স্থগিত হওয়া পরীক্ষা অনলাইনে আয়োজন করায় পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশে এই প্রথম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এমন সফটওয়্যার ব্যবহার করে পরীক্ষা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।