০৬ আগস্ট ২০২১, ১৬:২৭

আইসিইউ সঙ্কট, করোনায় বাবা হারিয়ে জাকারিয়ার আর্তনাদ

জাকারিয়া আহমেদ  © সংগৃহীত

অনেক চেষ্টার পরও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না পেয়ে মারা গেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী জাকারিয়া আহমেদের বাবা মো. মিলন মিয়া (৫০)।

গত মঙ্গলবার রাতে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছিলো মো. মিলন মিয়ার। এরপর বুধবার রাত ১টায় জাকারিয়া তার অসুস্থ বাবা, মা ও ছোট ভাইকে নিয়ে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালের উদ্দেশে রওনা হন।

ভোরে সেখানে পৌঁছে কোন আইসিইউ বা সাধারণ কোনো বেডও খালি পাননি তিনি। এরপর সকাল ৯টায় হৃদরোগ ইন্সটিটিউটে গিয়ে সেখানেও আইসিইউ বেড মেলেনি। শেষে একটি বেসরকারি হাসপাতালে ফাঁকা আইসিইউ বেডের খবর পেয়ে আবারও রওনা হন। যেতে যেতেই রাত ৯টায় এম্বুল্যান্সের ভেতরে প্রাণ হারান জাকারিয়ার বাবা।

২১ ঘণ্টার মধ্যেই ঘটে গেল এমন একটি ঘটনা। বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার পাশাপাশি অনাকাঙ্খিত আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন আক্ষেপ ও হতাশার কথা।

জাকারিয়া বলেন, হৃদরোগ ইন্সটিটিউটের সবগুলা আইসিইউ ফিল-আপ ছিল। হৃদরোগ ইন্সটিটিউটে যদি একটাও আইসিইউ খালি থাকত তাহলে আব্বা বাঁচত। সময় মত আমরা একটা নরমাল বেডও পাইনাই। করোনা কতটা ভয়ংকর রোগ এটা আমি আমার আব্বাকে হাসপাতালে হাসপাতালে নিয়ে না ঘুরলে বুঝতাম না।

তিনি বলেন, অনুগ্রহ করে বলছি, সবাই সাবধানে থাকুন, না হলে আপনিও আমার বাবার মত পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মারা যাবেন।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের এই শিক্ষার্থীর বাবার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন। তার শোকতপ্ত পরিবারের প্রতি তারা সমবেদন জানিয়েছেন।