১৫ জুলাই ২০২১, ১২:৩৭

না ফেরার দেশে চলে গেলেন ‘বঙ্গবন্ধু’ নামের জনক রেজাউল হক চৌধুরী

রেজাউল হক চৌধুরী মুশতাক  © ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠ উপাধি ‘বঙ্গবন্ধু’ নামের জনক রেজাউল হক চৌধুরী মুশতাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি তার ছেলে সাদীদ আর চৌধুরী নিশ্চিত করেছেন ।

রেজাউল হক চৌধুরী মুশতাক ছিলেন ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও তুখোড় ছাত্রনেতা। ১৯৬৭-৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার সাধারন সম্পাদক ছিলেন৷ তিনি ১৯৬৮ সালের ৩নভেম্বর ঢাকা কলেজ শাখা, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্যাডে ‘আজব দেশ’ শিরোনামে নিজের সারথী (ছদ্মনাম) ব্যবহার করে সর্বপ্রথম ‘বঙ্গবন্ধু’ শব্দটি উল্লেখ করেছিলেন৷

এরপর ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়৷ ঐ সভায় ডাকসু'র তৎকালীন ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।

এছাড়াও তিনি ১৯৬৮ সালের ৮আগস্ট ঢাকা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে বিশেষ আদালতে আগরতলা মামলার ট্রায়াল চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা আজ মাগরিবের নামাজের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে৷ এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে।