১৪ জুলাই ২০২১, ২০:১০

বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য হলেন ববি উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন  © ফাইল ছবি

বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। পরিষদের সাধারণ সম্পাদক ডা. এম এ মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বুদ্ধিজীবীগণের মধ্যে অনেকের মৃত্যু ও শারীরিক অসুস্থতা জনিত অনুপস্থিতির কারণে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য বিশিষ্ট বুদ্ধিজীবীদের সমন্বয়ে একটি প্রেসিডিয়াম গঠন করা একান্ত জরুরী হয়ে পড়েছে।

এতে বলা হয়, তবে যেহেতু করোনা অতিমারির কারণে প্রস্তুতি থাকা সত্ত্বেও এই মুহূর্তে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত করা হচ্ছে না, সেহেতু কাউন্সিলের অনুমোদন সাপেক্ষ একটি প্রেসিডিয়াম গঠন করা হলো।

প্রেসিডিয়ামে আরো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড.আব্দুল খালেক, অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, অধ্যাপক আ ব ম ফারুক, স্থপতি ইয়াফেস ওসমান (এমপি), অধ্যাপক ড. কামরুল হাসান খান, অধ্যাপক ড. আবুল বারাকাত, অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

এছাড়া আরও রয়েছেন শফিকুর রহমান এমপি, অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, অধ্যাপক ড. মো. ফায়েকুজ্জামান, অধ্যাপক ড. মো. মোহিতুল আলম, অধ্যাপক ড. আবুল কাশেম, অধ্যাপক ড. মো. মশিউর রহমান, অধ্যাপক ডা. তারেক মাহমুদ হোসেন, অধ্যাপক ড. নাজমা শাহীন, অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, অধ্যাপক নিসার হোসেন।

বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন স্যারকে বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব অর্পণ করায় আমরা অত্যন্ত গর্বিত।

তিনি বলেন, উপাচার্য ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীবন বাজি রেখে ছাত্র রাজনীতি ও শিক্ষক রাজনীতি করেছেন। প্রাণনাশের হুমকিকে উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে এগিয়ে চলেছেন।