বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীরাও পাচ্ছেন করোনা টিকা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার জন্য তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্ব-স্ব বিভাগের (ডিপার্টমেন্ট) মাধ্যমে ন্যাশনাল আইডি কার্ড নং এবং নামের তালিকা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস। তিনি বলেন, আগামী ১৭ তারিখের মধ্যে নিজ নিজ বিভাগের মাধ্যমে এনআইডি নম্বর ও নামসহ তালিকা পাঠাতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মাসুম শিকদার বলেন, যেহেতু ইতোপূর্বে ইউজিসির নির্দেশনা মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানসহ সব বিভাগের আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রেরণ করা হয়েছে এবং সেসব শিক্ষার্থীর তালিকা সংরক্ষিত আছে, তারই ধারাবাহিকতায় অনাবাসিক শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে। আগামী ১৭ তারিখের মধ্যে নিজ নিজ বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে আবেদনকৃত আবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ জেলা/উপজেলা থেকে টিকা গ্রহণ শুরু করেছেন।