সিন্ডিকেটের সিদ্ধান্তই চূড়ান্ত, শিক্ষক আনিছুল প্রসঙ্গে কুবি প্রশাসন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৯:৫৮ PM , আপডেট: ১২ জুলাই ২০২১, ০৯:৫৮ PM
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সিন্ডিকেটের সিদ্ধান্তই চূড়ান্ত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলামের পদোন্নতির আবেদন স্থগিতের সিদ্ধান্তের ক্ষেত্রেও তাই হয়েছে।
কুবি প্রশাসন বলছে, সাম্প্রতিক সময়ে দেশের স্বনামধন্য বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারারসহ কয়েকজন সিন্ডিকেট সদস্যদের উদ্ধৃতি দিয়ে একটি অসম্পূর্ণ ও অর্ধসত্য সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত এই সংবাদে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক গৃহীত শিক্ষক কাজী এম আনিছুল ইসলামের পদোন্নতির আবেদন স্থগিতের সিদ্ধান্তের ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংশ্লিষ্টতা দেখানোর চেষ্টা করা হয়েছে যা সম্পূর্ণভাবে অযৌক্তিক, মিথ্যা ও ভিত্তিহীন।
আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তিতেই ‘টু রেজিস্ট্রার’ শর্ত ছিল
আজ সোমবার (১২ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তই চূড়ান্ত। সিন্ডিকেটের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চাপ প্রয়োগ করার বিষয়টি পুরোপুরি অযৌক্তিক, বানোয়াট ও বিভ্রান্তিকর।
“কাজী এম আনিছুল ইসলামের পদোন্নতির আবেদনটি ত্রুটি যুক্ত থাকায় তা স্থগিত রেখে পূণরায় বিভাগে ফেরত পাঠানোর বিষয়টি গত ২৭ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮০তম সিন্ডিকেট সভায় উপস্থিত সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং এই বিষয়টি বিগত ৩ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে ব্যাখ্যা প্রদান করা হয়েছে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ অবস্থায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বকীয়তা ও ভাবমূর্তি সমুন্নত রাখতে গণমাধ্যম ও সামাজিক যোগযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য উপস্থাপন না করে উপরে উল্লিখিত বিষয়টি আমলে নিয়ে প্রকৃত বিষয়টি যথাযথভাবে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।