০৭ জুলাই ২০২১, ১৫:৪২

বেরোবি শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবার আবেদন শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহন  © টিডিসি ছবি

করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে রংপুরে অবস্থানরত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবহন সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী শুক্রবার ৯ জুলাই, ২০২১ রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (www.brur.ac.bd) গুগল লিংকে তাদের নিজ নিজ তথ্য সংযোজন করতে হবে।

উল্লেখ্য, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গাড়ী ছাড়ার তারিখ ও সময় পরে জানানো হবে।