মাদক ও জাল টাকাসহ বেরোবির দুই কর্মচারী আটক
মাদক ও জাল টাকাসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই কর্মচারীকে আটক করেছে রংপুর তাজহাট থানা পুলিশ। সোমবার নগরীর পাশে দমদমা ব্রীজের কাছে চেকপোস্টে তাদের আটক করা হয়।
আটক দুইজনকে তাজহাট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটককৃতরা হলেন- মনোয়ার হোসেন ও আতিক। কর্মচারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী।
তিনি বলেন, ‘দুইজন কর্মচারী গাঁজাসহ ধরা পড়েছে। তবে জাল টাকার বিষয়ে আমি জানি না।’ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘কোন অপরাধীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্রয় দেবে না। এমনকি তাদেরকে বাঁচানোর জন্য কোন তদবীরও করবে না। আমাদের এদিক থেকে কিছু করার নাই। আইন অনুযায়ী যা হয় সর্বোচ্চটুকু প্রশাসন করবে।’
জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে তাজহাট থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামান ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলীকে বারবার ফোন দিলেও তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।