১ থেকে ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

১ সপ্তাহের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ১ জুলাই (বৃহস্পতিবার ) থেকে ১ সপ্তাহের জন্য বন্ধ থাকছে বিশ্ববিদ্যালয়টি।

আজ বুধবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ১ জুলাই থেকে ০৭ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইন্সটিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।

তবে বর্ণিত সময়ে সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

এসময় অনলাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, নিরাপত্তা এবং মেডিকেল সেবা) চালু রাখার পাশাপাশি সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনা পালন করতে হবে।

এদিকে, গত সোমবার থেকে কঠোর বিধিনিষেধ শেষে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময়ে সরকারি-বেসররকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল দোকানপাট বন্ধ থাকবে।


সর্বশেষ সংবাদ