৩০ জুন ২০২১, ০৮:৩৫

লকডাউনে উপস্থিতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ সংশোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়   © ফাইল ফটো

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারঘোষিত লকডাউন চলাকালে আরোপিত সব বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালন করতে হবে।

আগের আদেশে বলা হয়েছিল, ১ জুলাই থেকে সব কর্মকর্তা-কর্মচারীকে দপ্তরপ্রধানের নির্দেশে অন্তত প্রতি তিনদিনে একদিন অফিসে উপস্থিত থাকতে হবে। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে এমন নির্দেশনা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে যানবাহন চলাচল বন্ধ থাকলে তারা যাওয়া-আসা করবেন কীভাবে, সেই প্রশ্ন ওঠে।

একইদিন মঙ্গলবার (২৯ জুন) নতুন এক অফিস আদেশে বলা হয়েছে, লকডাউন উঠে গেলে বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে দপ্তরপ্রধানের নির্দেশক্রমে অন্তত প্রতি তিন দিনে এক দিন অফিসে উপস্থিত থাকতে হবে এবং প্রত্যেককে মাসে কমপক্ষে ৩৫ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া অন্যান্য স্বাভাবিক সময়ে প্রত্যেককেই নিয়মিত অফিস করতে হবে।

আদেশে আরও বলা হয়, প্রয়োজনে প্রত্যেককে জুমের মাধ্যমে সভায় অংশগ্রহণ করতে হবে এবং অনলাইনে দাপ্তরিক বিভিন্ন কাজ করতে হবে। আর সরকারঘোষিত লকডাউন ও বিধিনিষেধ চলাকালীন কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। অফিসে উপস্থিতির ক্ষেত্রে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হবে।